বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে: ওবায়দুল কাদের
প্রকাশিত:
২ মে ২০২২ ০৪:০৭
আপডেট:
১৮ মে ২০২২ ০৬:৩৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনও প্রভু নেই। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারও শক্তির কাছে জিম্মি হতে হয় না।
রবিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তিস্তা নদীর পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে। কারণ, এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনও লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।’
ওবায়দুল কাদের দাবি করেন, বিদেশে বিএনপির প্রভু অনেক। তারা প্রভুদের কাছে নালিশ জানায়। পক্ষান্তরে বিদেশে আওয়ামী লীগের যারা আছে, তারা বন্ধু, প্রভু নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তারা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।’ এ দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে আওয়ামী লীগ পৌঁছে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনও হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।’
বিষয়:

ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ

ভারতের নির্বাচনে ‘ বাংলাদেশ ফ্যাক্টর’

হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের কমিটি গঠন

খালেদা জিয়া ভালো আছেন তো ?

আসন্ন বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ নিষেধ

আপনার মূল্যবান মতামত দিন: